কিভাবে ২ মিনিটে অনলাইনে ট্রেনের ট্রিকেট কাটবেন ঘরে বসে || Railway online ticket ||
বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছেন সবাই আসা করি সবাই ভাল আছে আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি আজকে আমি তোমাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হলার এই পোষ্ট সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না অনেক কিছু চিন্তা করে সবার উপকারে আসবে এই কথা মাথায় রেখে পোষ্ট টি শুরু করলাম।
তাহলে শুরু করা যাক
কিভাবে আমরা অনলাইনে ২ মিনিটে একটি ট্রেনের ট্রিকেট কাটতে পারি
আমাদের মধ্যে অনেকে আছে অনলাইনে ট্রেনের ট্রিকেট কাটতে পারে না অনেকে আমরা যারা অনলাইন সম্পর্কে ঘাটাঘাটি করি তারাই কাটতে পারে
আজকের এই পোষ্ট টি হচ্ছে যা অনলাইনে নতুন নিয়মে ট্রেনের ট্রিকেট কাটতে পারে না তাদের জন্য করা আমার এই পোষ্ট টি। যারা জানেন তারা এই পোষ্ট টি হতে দূরে থাকবেন।
প্রথমে রেল ওয়েবসাইট / তাদের অ্যাপ ব্যবহার করতে হবে। তারপর একটা অ্যাকাউন্ট করে নিবেন। আর যারা অ্যাকাউন্ট করতে সমস্যা মনে হয় একটা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো পরবর্তী পোষ্টে অ্যাকাউন্ট কিভাবে করবেন তা নিয়ে। পরবর্তী ধাপ অনুসরণ করুন।
এখানে আপনার যে স্থান থেকে ভ্রমন বা যাতায়াত করবেন তার নাম দিয়ে কোন স্থানে যাবে সেটা দিয়ে দিন আর যে সিট আপনার পছন্দ যেটা দিয়ে দিন তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।
এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সর্বপ্রথম দেখেন নিবেন যে কয়টি সিট অ্যাভেলেবল আছে সেটায় সিট অ্যাভেলেবল আছে সেটায় ক্লিক দিন।
এখানে দেখুন সীট দেখাচ্ছে সাদা মার্ক করা টা হচ্ছে অ্যাভেলেবল সীট এখানে থেকে দেখে নিন কয়টা অ্যাভেলেবল সীট আছে।
তারপর আপনার পছন্দের সীট সিলেক্ট করার Contiue Purchage ক্লিক দিন
দেখুন এখানে আমাদের সবকিছু দেখাচ্ছে তারপর Proceed ক্লিক দিয়ে এখন আমাদের পেমেন্ট করতে পরবর্তী ধাপ অনুসরণ করুন।
আমি যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করবো তাই এখানে বিকাশ সিলেক্ট করে দিয়েছি আপনারা আপনাদের বিকাশ নাম্বার টি দিন তারপর যে সিমে বিকাশ অ্যাকাউন্ট সেই সীমে একটা মেসেজ আসবে সেই কোর্ড টি দিন তারপর আপনার পিন দিন ব্যস কাজ শেষ।
এখানে দেখুন আমাদের Congratulations দেখাচ্ছে।
Ticket ক্লিক করে ট্রিকেট ডাউনলোড করে নিন।
ট্রেন ভ্রমণ টা আসলে অনেক মজার যারা ট্রেন ভ্রমণ করেন নাই এক বার করে দেখুন তাহলে ট্রেনের ভ্রমণ মজা পেয়ে যাবেন
ধন্যবাদ সবাইকে পোষ্ট টি পড়ার জন্য।
No comments