Ads

পল্লি বিদ্যুৎ অফিসে খুঁটির জন্য দরখাস্ত লেখার নিয়ম

পল্লি বিদ্যুৎ অফিসে খুঁটির জন্য বাংলা দরখাস্ত লেখার নিয়ম

আমরা অনেকেই আছি যারা নতুন বাড়ি নিমার্ন করে থাকি আর সেই বাড়িতে ঘর আলোকিত করার জন্য বিদ্যুৎ প্রয়োজন হয় এই বিদ্যুৎ জন্য জেনারেল ম্যানেজার নিকট ব দরখাস্ত লেখার প্রয়োজন হয়। কিভাবে এই দরকাস্ত লিখবেন এই পোষ্ট টি সটিক ভাবে পড়লে সব কিছু বুঝে যাবেন।

বাংলায় দরকাস্ত দেখার নিয়ম


তাহলে দেখে নেওয়া যাক দরখাস্ত লেখার নিয়মঃ

বরাবর 
         ডেপুটি জেনারেল ম্যানেজার 
          নবীগঞ্জ জোনাল অফিস 
           নবীগঞ্জ,হবিগঞ্জ 

বিষয়ঃ সরকারি ভাবে খুঁটির জন্য আবেদন। 

যথাবিহীত সন্মান প্রদর্শন পৃর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন সাক্ষরকারী জালাল মিয়া গ্রামঃ আন্দিউরা, ইউনিয়নঃ মাধবপুর, উপজেলাঃ মাধবপুর, এর স্থানীয় বাসিন্দা,আমার একটি নতুন বাড়ি নিমার্ন করায় বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। মুজিব বর্ষের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য দরকাস্ত আহবান জানাচ্ছি। আমার বাড়ির পাশাপাশি আরো কয়েক ঘর বিদ্যুৎ আওতায় আনার জন্য মহোদয় নিকট আহবান জানাচ্ছি আমাকে কুটি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য।

অতএব,
           মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে বিদ্যুৎ এর কুটি দিয়ে আমাকে বিদ্যুৎ সংযোগ  দেওয়ার আপনার  একান্ত মর্জি হউক।       

বিনীত নিবেদক         
নামঃ 
পিতার নামঃ
গ্রামঃ 
ইউনিয়নঃ
উপজেলাঃ                                  

ধন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য 

 


No comments

Powered by Blogger.