Google AdSense Pin Verification Bangla গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই।।।।।
১ম ২য় ৩য় বার আবেদন করে যারা এখনো গুগল অ্যাডসেন্সের পিন পান নি। গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই।।।।।
বিসমিল্লাহির রহমানির রহিম
কেমন আছো বন্ধুরা? আসা করি ভাল আছো। আমিও তোমাদের দোয়ায় ভাল আছি।
আজকে আমি যে পোস্ট টি লিখতে বসলাম সেটি হল গুগল অ্যাডসেন্সের পিন ভেরিপাই সম্পর্কে। আমরা যারা ইউটিউব বা ওয়েবসাইটে কাজ করি তারা জানি গুগল অ্যাডসেন্স সম্পর্কে ? এটা দিয়ে কি করা হয়। ইউটিউব বা ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে হলে গুগল অ্যাডসেন্স অনেক জরুরি। কারন এই গুগল অ্যাডসেন্স ছাড়া টাকা হাতে পাওয়া সম্বব নয়।তাই আমরা অনেকে গুগল অ্যাডসেন্সের সাথে পরিচিত।
আমরা হয়তো অনেকে জানি যে গুগল অ্যাডসেন্স যখন ১০ডলার পূর্ন হয় তখন গুগল অ্যাডসেন্স আমাদের ঠিকানায় একটি পিন লেটার পাটিয়ে দেয়।
সেই পিন লেটার থেকে পিন দিয়ে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে হয়।
কিভাবে গুগল অ্যাডসেন্সের পিন লেটার হাতে পারেন
- গুগল অ্যাডসেন্সের পিন পাওয়ার জন্য সটিক ভাবে আমরা আমাদের Nid Card পিছনের অংশে যে অ্যাডেস থাকে সেটা দিয়ে পূরন করতে হবে।
- অনেকে ১ম ২য় ৩য় টাইম গুগল অ্যাডসেন্সের লেটার পায় না ঠিকানা ভুলের কারনে ।
- সটিক ভাবে অ্যাডেস দেওয়ার পর প্রতি সপ্তাহে এক বার খুজ নিতে হবে লেটার কি পোস্ট অফিসে এসেছে কি না?
এখন আসি কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করবেন?
আমার এই পোস্ট টি সবাই মনযোগ সহকারে পড়বেন তাহলে সব বুজতে পারবেন।
গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই না করলে আমাদের পেমেন্ট নেওয়া সম্বব নয় তাই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই জরুরি।।।।।
প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট টি লগ ইন করতে হবে।
তারপরে অ্যাকাউন্ট ক্লিক দিয়ে personal information ক্লিক দিন
তারপর verify address ক্লিক দিন
আর যার ১ম ২য় ৩য় বার আ্যপ্লাই করে পিন পাই নি তারা This from ক্লিক দিন।
তারপর No ক্লিক দিন
এখানে Yes করে দিন
তারপর দেখুন ৭দিনের মাধ্যমে একটি চিঠি পেয়ে যাবেন। এই পিন দেওয়া থাকবে। এটা দিয়ে পিন ভেরিফাই করতে হয়।
আজকের পোস্ট টি এখানে শেষ দেখা হবে পরবর্তী কোন নতুন পোস্টে ধধন্যবাদ সবাইকে।।।
না বুঝলে এখান থেকে ভিডিও টি দেখতে পার......
No comments