Ads

SEO করে ইউটিউব বা ওয়েবসাইটের ভিজিটর বাড়িয়ে ফেলুন।।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেমন আছো বন্ধুরা আসা করি ভাল আছো।

ইউটিউব বা ওয়েবসাইট SEO




আজ আমি অনেক দিন পর লিখতে শুরু করলাম।অনেক ব্যস্ততার কারণে আমি এত দিন যাবত কোন টিউটোরিয়াল নিয়ে লিখতে পারি নাই। এখন চেস্টা করবো নিয়মিত কন্টেন্ট লিখার।

আজকের বিষয়টি হচ্ছে, “ SEO কি এবং কেন  SEO গুরুত্বপূর্ণ ? এই এসিও কেন করা হয় এই  নিয়ে বিস্তারিত আজকের পোস্টে সবাই ধৈর্য সহকারে পোস্ট টি পড়বেন।

SEO কি এবং কেন  SEO গুরুত্বপূর্ণ?


আজ কাল এই টেকনলোজি জগতে সবার ইউটিউব বা ওয়েবসাইট রয়েছ। SEO বলতে বুঝায় Search Engine Optimization কে আর আমাদের ওয়েবসাইট এবং কি-ওয়ার্ড কে র‌্যাংকিং করানো হয় সেই পদ্ধতিকে SEO বলে।সবাই আমরা চাই Google
Search Engine থেকে ভিজিটর আসুক আমাদের ইউটিউব বা ওয়েবসাইটে।আর এই ভিজিটর আনতে আমাদের সবাই SEO দরকার।এই SEO দ্বারা আমাদের ইউটিউব ওয়েবসাইট গুগলে ফাস্ট রেংকে দেখায়। এই SEO ফলে আমাদের ভিজিটর আসে ওয়েবসাইটে। তাই মুলত এই SEO গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে।
SEO–কে আবার  দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

১. অন পেজ (ON Page) SEO এবং

২. অফ পেজ (OFF Page) SEO

অন পেজ এসিইও কি?


যে এসিইও অনলাইনে মাধ্যমে করা হয় তাকে অন পেজ এসিইও বলে।
যেমনঃ Title, Keyword, Description,Research ইত্যাদি।

অফ পেজ এসিইও কি?

যে এসিইও অফলাইনে মাধ্যমে করে Seo উপযোগী করা হয় তাকে অফ পেজ এসিও বলে।

অনলাইনে ইনকাম সম্পর্কে একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে চাইলে সেখানে ক্লিক দিয়ে জইন হতে পার.....

ধন্যবাদ বন্ধুরা পোস্ট টি পড়ার জন্য।

2 comments:

  1. ভাই আপনার সাতে কথা ছিল একটু fb তে একটা এসএমএস দিলে ভাল হত Facebook.com/youtubeHossain

    ReplyDelete
  2. Design struck a great balance between suggesting creative
    the best phone company in the world . Their responsiveness and flexibility were top-notch.

    ReplyDelete

Powered by Blogger.