SEO কি? কেন SEO করবেন।[Search Engine Optimization (SEO)]
বন্ধুরা কেমন আছো ? আসা করি ভাল আছো।আজ আমি তোমাদের সামনে SEO নিয়ে কিছু কথা বলবো seo কি ? কেন SEO করবেন।[Search Engine Optimization (SEO)]
![]() |
SEO SEARCH |
SEO কি ?
- SEO হচ্ছে Search Engine Optimization এবং অন্যটি হচ্ছে Optimization তারমানে দাড়াচ্ছে SEO হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমাইজেশন করারএক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল। বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোন একটি ব্লগ/ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল বা প্রক্রিয়াকেই Search Engine Optimization (SEO) বলা হয়।
Search Engine কি?
- সহজ ভাষায় বলা যায় সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেটে কীয়ার্ডের মাধ্যমে কোন কিছু খোঁযে Search resulte প্রথমে দেখানো পেইজকে Search Engine বলে। উদারন হিসাবে বলা যায় জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Google।
SEO কেন করবেন ?
- একটি ব্লগ/ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্তানে দেখানো জন্য SEO ব্যবহার করতে হয়।তানা হলে আপনার ব্লগ/ওয়েবসাইটকে পিছনে পেলে অন্য আরেক জনের ব্লগ/ওয়েবসাই টপ লিস্টে সার্চ রেজাল্টের ভাল অবস্তান দেখাবে । এই সব কাজের জন্য SEO ব্যবহার করতে হয়।
good
ReplyDelete